নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ পিস্তল ও গুলিসহ মাহবুবুর রহমান সজীব (৩১)নামে এক যুবককে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। গোপনসূত্রে এ খবর পেয়ে দ্রুত অভিযান চালানোর সিদ্ধান্ত নেন সেনা সদস্যরা।
জেলার মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই যুবককে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি পাওয়া যায়। আটক সজীব ময়েনদিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরে তাকে অস্ত্র ও গুলিসহ বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।