নতুন খবর রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং বিএনপির
সাবেক ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে শনিবার(১৩ ডিসেম্বর ) বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অধ্যাপক এবিএম সাত্তার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চৌধুরী কামাল ইউসুফের মেয়ে ও ফরিদপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ , ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির, অধ্যাপক এম এ সামাদ, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ঈছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন প্রমুখ। বক্তারা চৌধুরী কামাল ইবনে ইউসুফের জীবন ও কর্ম তুলে ধরে বক্তারা বলেন,তিনি আজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন।
সাধারণ মানুষ তাকে ভালোবাসত ও শ্রদ্ধা করত।
বক্তারা আরও বলেন , আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন ।
আমরা তার এই আগমনকে স্বাগত জানাই। আর তাই আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভার শেষ পর্বে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দরগা জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ।
এর আগে কামাল ইউসুফ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন অতিথিরা।