• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

চৌধুরী ‌ কামাল ইব‌নে ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগে ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল 

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

নতুন খবর রি‌পোর্ট

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল (‌বিএন‌পি ) এর চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার দ্রুত রোগমু‌ক্তি এবং বিএন‌পির

সা‌বেক ভাইস‌চেয়ারম‌্যান ও সা‌বেক মন্ত্রী চৌধুরী কামাল ইব‌নে ইউসু‌ফের পঞ্চম মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে আ‌লোচনা সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

চৌধুরী কামাল ইব‌নে ইউসুফ স্মৃ‌তি সংস‌দের উ‌দ্যো‌গে শ‌নিবার(১৩ ডি‌সেম্বর ) বি‌কে‌লে সরকা‌রি রা‌জেন্দ্র ক‌লেজ মা‌ঠে এ অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

এ‌তে সভাপতিত্ব ক‌রেন অধ‌্যাপক এবিএম সাত্তার।

সভায় অন‌্যদে‌র ম‌ধ্যে বক্তব্য দেন ‌ চৌধুরী ‌কামাল ইউসুফের ‌মে‌য়ে ‌ও ফরিদপুর সদর আসনের ‌ বিএনপি মনোনীত প্রার্থী ‌ ‌ চৌধুরী নায়াব ইউসুফ ‌, ফরিদপুর-৪ আসনের ‌ বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের ‌ ‌ বিএনপি মনোনীত ‌ প্রার্থী খন্দকার ‌ নাসিরুল ইসলাম নাসির, অধ্যাপক এম এ সামাদ, ‌‌জেলা বিএনপির ‌ আহবায়ক ‌ অ্যাডভোকেট সৈয়দ ‌‌‌ মোদাররেছ আলী ঈছা, ‌ সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন‌ প্রমুখ। বক্তারা ‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফের ‌ জীবন ও কর্ম তুলে ধ‌রে বক্তারা বলেন,তিনি আজীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। ‌ সুখে-দুঃখে ‌ মানুষের পাশে থেকেছেন।

‌ ‌সাধারণ মানুষ তাকে ভালোবাসত ও শ্রদ্ধা করত।

বক্তারা আরও বলেন ‌, আগামী ২৫ ডিসেম্বর ‌‌ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশ নায়ক ‌‌ তারেক রহমান ‌ বাংলাদেশে আসছেন ‌।

আমরা তার এই আগমনকে ‌ স্বাগত জানাই। আর তাই ‌ আগামী দিনে ‌তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভার শেষ পর্বে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে ‌ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ‌ দরগা জামে মসজিদের ‌ পেশ ইমাম ‌ আবুল কালাম আজাদ।

এর আ‌গে কামাল ইউসুফ স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন ‌ অতিথিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category