• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরে জেলা সার্বিক আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভা হ‌য়ে‌ছে।

সভায় জেলার সা‌র্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে করণীয় সম্প‌র্কে আ‌লোচনা করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দি‌কে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সভায় সভাপতিত্ব ক‌রেন।

সভায় অন‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠা‌নের জন‌্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও গুরু‌ত্বের সা‌থে কাজ কর‌তে আহ্বান জানানো হয়।

সভায় ফরিদপুর শহরে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন করে লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category