নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে জেলা সার্বিক আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও গুরুত্বের সাথে কাজ করতে আহ্বান জানানো হয়।
সভায় ফরিদপুর শহরে ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন করে লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে লাইসেন্সবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।