নতুন খবর রিপোর্ট
নাশকতা মামলায় ফরিদপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিটন মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার(২১ ডিসেম্বর) রাতে বোয়ালমারী পৌরসভার চতুল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার(২২ ডিসেম্বর) দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বোয়ালমারী থানায় একটি নাশকতা মামলায় লিটন মৃধাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।