নতুন খবর রিপোর্ট
কুয়েতের আহমেদী অপেরা ফার্ম হাউজে কর্মরত বাংলাদেশী শ্রমিক জামাল মাতুব্বরের(৩৫ ) রহস্যজনক মৃত্যু হয়েছে।
গত ১ জানুয়ারি রহস্যজনকভাবে তার মৃত্যু হয়।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে জামালের মরদেহ দাফন করা হয়েছে।
জামাল ওই গ্রামের মৃত হামেদ মাতুব্বরের ছেলে। তিনি দুই মেয়ে সন্তানের বাবা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল মাতুব্বর গত প্রায় আট বছর আগে জীবিকা নির্বাহের জন্য কুয়েতে যান। তিনি সেখানে একটি ফার্ম হাউজে শ্রমিকের কাজ করতেন। তিন বছর আগে একবার ছুটিতে বাড়িতে এসেছিলেন জামাল। আবার জানুয়ারি মাসে তার দেশে আসার কথা ছিল।
জামালের স্ত্রী কাকলী বেগম দাবি করেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। পরে তাকে হত্যা করে আগুন ধরিয়ে দিয়েছে।তিনি বলেন, যারা হত্যা করেছে তারা আমার স্বামীর কাছের মানুষ ছিল। আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই।