নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার(১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম , ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়।
মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে।
এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা। কিন্তু বাঙালি জাতি পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্রকে উজ্জ্বল করে তুলে ধরেছে। বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে বাঙালি জাতি তাদের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছে।