• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

ফরিদপুরে ৪৮ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ জন

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট

ফরিদপুর জেলায় ৪৮ ঘণ্টায় কৃষকলীগ নেতাসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন উপ‌জেলা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

পুলিশ জানায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর জেলা সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত, পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে এ‌দের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ৭২ ঘণ্টার অ‌ভিযা‌নে ফরিদপুর জেলায় আরও ৯৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ ব‌্যাপা‌রে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম বলেন, গত ৪৮ ঘণ্টায় পুলিশের অভিযানে নিয়মিত মামলা, চুরি, ওয়ারেন্ট, মাদকসহ বিভিন্ন মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ‌তি‌নি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category