নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের সালথা উপজেলায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬)হত্যা মামলায় আরেক আসামী জাফর মোল্লাকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের দেওয়া এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার সাভারের পশ্চিম ব্যাঙ্ক টাউন এলাকা থেকে জাফরকে গ্রেপ্তার করা হয়।
জাফর মোল্লা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে।
এর আগে গত ১৩ ডিসেম্বর এ হত্যার ঘটনায় জড়িত অভিযোগে ফিরোজ মাতুব্বর নামের অপর এক আসামীকে গ্রেপ্তার করেছিল র্যাব-১০
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, ‘গোপনসূত্র ও তথ্য প্রযুক্তির সহায়তায় জাফর মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
মাছ ব্যবসায়ী উৎপল হত্যায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে তার নাম এসেছিল। জাফরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ভোর রাতে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা সেতু সংলগ্ন এলাকায় মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় উৎপলের বাবা অজয় কুমার সরকার বাদি হয়ে সালথা থানার একটি হত্যা মামলা দায়ের করেন।।