নতুন খবর রিপোর্ট
ফরিদপুর জেলার সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের তাইজদ্দিন মুন্সীর ডাঙ্গী গ্রামে ছয় বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ একই এলাকার বাসিন্দা কামাল খাঁ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে গত সোমবার (১৫ ডিসেম্বর ) বিকেলে পাখি দেখানোর প্রলোভন দেখিয়ে কামাল খাঁ ওই শিশুতে পাশের একটি টয়লেটে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিশুর বাবা আমজাদ মোল্লা বলেন, আমি প্রতিদিনের মতো সকালে আমার ইজিবাইক নিয়ে ভাড়ায় বের হই। বিকেল চারটার দিকে আমার স্ত্রী ফোন করে জানায় আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমি দ্রুত বাড়ি এসে মেয়েকে নিয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় গিয়ে অভিযোগ করি। পরে স্থানীয়দের সহায়তায় কামাল খাঁকে খুঁজে বের করে পুলিশের কাছে হস্তান্তর করি। তিনি বলেন, আমার ছোট্ট মেয়ের সঙ্গে যা হয়েছে, তা যেন আর কোনো শিশুর সঙ্গে না ঘটে।আমি এই ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
শিশুর মা তাসলিমা আক্তার বলেন, আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে আমাকে জড়িয়ে ধরে সব বলে। তখনই আমি স্থানীয়দের ও ওর বাবাকে খবর দেই। পরে থানায় অভিযোগ করা হয় এবং অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমি ধর্ষকের ফাঁসি চাই।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার উপপরিদর্শক ( এসআই) আসাদ জানান,ভুক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।