নতুন খবর রিপোর্ট
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অজ্ঞাতনামা শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে
ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষে শহীদদের গণকবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন প্রমুখ।

এ সময় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে গণকবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর পুলিশ সুপার, ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ , ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়সহ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে গণকবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।