নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে শনিবার উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।
ঢাকা থেকে আসা এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)-এর সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রীয় করা হয়েছে । রবিবার সকাল ১০টার দিকে বালুর বস্তা দিয়ে ঘিরে বিশেষ পদ্ধতিতে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
বোমাটি একটি দূর নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি বোমা ছিল বলে জানিয়েছেন এটিইউ-এর পুলিশ পরিদর্শক শঙ্কর কুমার ঘোষ।
গোয়ালচামট এলাকার কুমার নদের পাড়ে বোমাটির বিষ্ফোরণ ঘটানো হয়।
গত শনিবার বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামট এলাকার নতুন আলীমুজ্জামান সেতুর দক্ষিণ পাশের লালন বস্তি এলাকায় একটি স্কুল ব্যাগে পরিত্যক্ত অবস্থায় বোমাটি পাওয়া যায়।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালী থানার ওসি শহীদুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে শহর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কারা এই ঘটনায় জড়িত তা শনাক্ত করতে অনুসন্ধান চালানো হচ্ছে।