
নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে।
হত্যাকান্ডের আট দিন পর পুলিশ নিশ্চিত হয়েছে, নিহত ব্যক্তির নাম আলী মোল্লা (৩৪)। তিনি নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামের বাসিন্দা এবং হালিম মোল্লার ছেলে।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের নারানখালি সেতুর নিচ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মরদেহের হাত-পা বাঁধা ও গলা কাটা থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হয়েছিল।
নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ জানান, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্ত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় মরদেহ উদ্ধারের একদিন পর পুলিশ সুপার মো. নজরুল ইসলামের নির্দেশনায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
তিনি বলেন, মরদেহটি উদ্ধারের আট দিন পর বৃহস্পতিবার রাতে বিভিন্ন সূত্র ও নিহতের স্বজনদের সহায়তায় অবশেষে মরদেহটির পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী মোল্লা প্রায় দুই বছর ধরে এলাকায় বসবাস করতেন না। তিনি একাধিক বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তার ও দুই সন্তান রয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আলী মোল্লা দীর্ঘদিন ধরে পরিবারে ভরণপোষণ দিতেন না। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। এই কাজে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েও পরিশোধ করতে না পারায় তিনি এলাকায় আসা-যাওয়া বন্ধ করে দেন।
পুলিশ জানায়, নিহতের অতীত কর্মকাণ্ড, আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত সম্পর্কগুলো খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে পৃলিশ আশাবাদী।