নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন আলীমুজ্জামান সেতুর দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত স্কুল ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে যৌথবাহিনী।
শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকা থেকে ব্যাগটি উদ্ধার কাজ শুরু হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বোমা নাকি ককটেল এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে বোমা অথবা ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ওই ব্যাগে কী আছে তা সঠিকভাবে বলা মুশকিল। এ নিয়ে সেনা সদস্যরা কাজ করছেন।পরে বিস্তারিত তথ্য জানানো যাবে।