নতুন খবর রিপোর্ট
ফরিদপুর–২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ওরফে রিঙ্কুর নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তার আয়-ব্যয়, স্থাবর ও অস্থাবর সম্পদ, ব্যাঙ্ক ঋণ, মামলা, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক পরিচিতি ও ঠিকানা দিয়েছেন।
নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যানুযায়ী, তার বার্ষিক আয় ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা। আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবসা উল্লেখ করা হয়েছে।
তিনি বার্ষিক আয়কর দিয়েছেন তিন লাখ ৫০ হাজার ৭২১ টাকা।
অন্যদিকে হলফনামায় স্বামীর পেশা হিসেবে দেখানো হয়েছে ব্যবসা ও চাকরি।
তার বার্ষিক আয় ৮৯ লাখ ২২ হাজার ৪১৮ টাকা উল্লেখ করেছেন।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, শামা ওবায়েদ ইসলামের নামে একটি ফ্ল্যাট রয়েছে। স্থাবর সম্পদের এই তথ্য তার ব্যক্তিগত সম্পদ বিবরণের অংশ।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, জমি, বাড়ি, ফ্ল্যাটসহ সব ধরনের স্থাবর সম্পদের তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, এসব তথ্য যাচাইয়ের সুযোগও রয়েছে।
হলফনামায় অস্থাবর সম্পদের বিস্তারিত তালিকাও সংযুক্ত করা হয়েছে।
সেখানে উল্লেখ করা হয়েছে-নগদ টাকা ২ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৯৪ টাকা ব্যাংকে জমা ৩০ লাখ ৩৩ হাজার ৯১২ টাকা। শেয়ার ও বন্ড আছে ৫০ লাখ টাকা, স্বর্ণালংকার ৫০ ভরি, যানবাহন আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যমানের একটি জিপ গাড়ি।
তার নামে ফ্ল্যাট ক্রয় বাবদ ব্যাংকে মোট ১ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৯৬৪ টাকা ঋণ রয়েছে।
শামা ওবায়েদ ইসলাম তার হলফনামায় মোট ১৮টি মামলার তথ্য দিয়েছেন।
এর মধ্যে ১৭টি মামলা প্রত্যাহার, অব্যাহতি অথবা খালাসপ্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন।
হলফনামা অনুযায়ী, বিচারাধীন মামলাটি নগরকান্দা থানা সংশ্লিষ্ট এবং মামলার নম্বর ৮(৮)২৪।
আইনি প্রক্রিয়া চলমান থাকায় বিষয়টি হলফনামায় উল্লেখ করা হয়েছে।
শামা ওবায়েদের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি)।
তার বাবা কে এম ওবায়দুর রহমান, মা শাহেদা ওবায়েদ, স্বামী শোভন ইসলাম ওরফে মুস্তাজিরুল শোভন ইসলাম।
বর্তমান ঠিকানা ৩৮/বি, রোড নম্বর-১৮, ব্লক-বি, বনানী, ঢাকা-১২১৩।আর স্থায়ী ঠিকানা হিসেবে দেওয়া হয়েছেঃ গ্রাম লস্করদিয়া, উপজেলা নগরকান্দা, জেলা ফরিদপুর।
শামা ওবায়েদ ইসলাম বিএনপির প্রার্থী হিসেবে ফরিদপুর-২ ( সালথা ও নগরকান্দা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
তিনি বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।