নতুন খবর রিপোর্ট
এ বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর-৩ সদর আসনের মনোনয়পত্র যাচাই-বাছাই করা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতা কামরুল হাসান মোল্যা এ যাছাই-বাছাই করেন।
যাচাই-বাছাইকালে মোট ছয় প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত ইসলাম এর প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ।যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বিএনপির নায়াব ইউসুফ আহমেদ, জেএসডির আরিফা আক্তার বেবী, জামায়াতে ইসলামীর মো. আব্দুত তাওয়াব, সিপিবির মো. রফিকুজ্জামান মিয়া এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশের কেএম সরোয়ার।আর স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার(২ জানুয়ারি ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় ।
এতে সদর আসনে মনোনয়নপত্র জমাদানকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা রিটারিং কর্মকতা মো. কামরুল হাসান মোল্যা জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এক জন স্বতন্ত্র প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষনা করা হয় ।
এছাড়া অন্য পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে ।
কাল শনিবার একই স্থানে ফরিদপুর-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।