• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

ফরিদপুর-১ আসনে একই ইউনিয়নের তিন এমপি প্রার্থী

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

 

 

নতুন খবর রিপোর্ট

আগামী ১২ ফেব্রুয়া‌রি অনু‌ষ্ঠিতব‌্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী,মধুখালী,আলফাডাঙ্গা) বোয়ালমারী উপজেলার একই গ্রামের দুই বাসিন্দা ও সাবেক এমপিসহ তিন জন প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচন করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

দুই জন দুটি পৃথক রাজনৈতিক দল ও এক জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর)তিন জন প্রার্থীই নির্বাচনে ভোট যুদ্ধের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিন প্রার্থী হলেন, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের বাসিন্দা ফরিদপুর-১ আসনের সাবেক চার বারের সংসদ সদস্য,জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর,বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ মুফ‌তি শরাফাত এবং পা‌শের রাজাপুর গ্রামের বাসিন্দা জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) ফরিদপুর জেলার আহবায়ক,স্বতন্ত্র প্রার্থী মো. হাসিবুর রহমান ওর‌ফে অপু ঠাকুর।

এ ব‌্যাপা‌রে চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন,আমার ইউনিয়নে রাজনৈতিক,সামাজিক ক্ষেত্রে অনেক গুনি মানুষ রয়েছেন। এ ইউনিয়ন থেকে এবার পাঁচ জন সংসদ সদস্য প্রার্থী ছিলেন। এর মধ্যে সাবেক সংসদ সদস্যসহ তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সেক্ষেত্রে এ ইউনিয়নের একজন চেয়ারম্যান হিসেবে আমি গর্বিত।

আর জাতীয় নাগরিক পার্টি’র(এনসিপি) ফরিদপুর জেলার আহবায়ক, স্বতন্ত্র এমপি প্রার্থী মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লড়াই নয় এটা ইনসাফ ও ন্যায় আর এই জনপদের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বহু বছর ধরে ফরিদপুর-১ আসনের মানুষ শুধু প্রতিশ্রুতি শুনেছে।

কিন্তু পায়নি কর্মসংস্থান। পায়নি নিরাপত্তা।পায়নি ন্যায্য সম্মান। আজ সেই বঞ্চনার বিরুদ্ধে দাঁড়াতেই এই সাহসী সিদ্ধান্ত। ভয় নয়, ন্যায়। দয়া নয়, অধিকার। দানের রাজনীতি নয়, কর্মসংস্থানের রাজনীতি।

জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থী ও ফরিদপুর-১ আসনের সাবেক চার বারের সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, আমি দেশের জন্য যুদ্ধ করেছি। দশবার নির্বাচনে অংশ গ্রহণ করে চার বার বিজয়ী হয়েছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সুখেদুখে পাশে থেকেছি। এখনও আছি। আমৃত্যু মানুষের সেবায় ও সুখেদুখে পাশে থাকতে চাই।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-১ আসনটি গঠিত। এর আয়তন ৬৩০ দশমিক ৪৫ বর্গকিলোমিটার।

এ আসনে মোট জনসংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৭৭৮ জন। হালনাগাদ ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১০ হাজার ৩৮০ জন। এর মধ্যে নারী দুই লাখ ৫০ হাজার ৯৩০ জন, পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৪৪৯ জন আর তৃতীয় লিঙ্গের একজন।

এবার এ আসনে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৫ হাজার ৯১৯ জন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category