• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

ফরিদপুরে চারটি আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নতুন খবর রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। চারটি আসনেই স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি র‌য়ে‌ছে।

ফরিদপুর-১ আসনে ১৮ জন মনোনয়নপত্র উঠা‌লেও জমা দি‌য়ে‌ছেন ১৫ জন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় ঐক্যফন্ট, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি ও বাংলাদেশ কংগ্রেস থেকে একজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন সাতজন।

ফরিদপুর-২ আসনে সাত জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেন।

অন্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বাংলাদেশ কংগ্রেস থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফরিদপুর-৩ আসনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে একজন করে প্রার্থী রয়েছেন। অন‌্য রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

ফরিদপুর-৪ আস‌নে আট জন ম‌নোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

অন্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে একজন করে প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন তিন জন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category