• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

ফরিদপুরের বোয়ালমারী উপ‌জেলার জনতা জুট মিলের শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন শ্রমিক নিহত ও ৯ জন আহত হ‌য়ে‌ছে।

সোমবার(১২ জানুয়া‌রি ) বি‌কেল তিনটার দিকে বোয়ালমারী পৌর এলাকার সোতাশী এলাকায় রেলগেটে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়সূ‌ত্রে জানা গেছে, উপ‌জেলার ডোবরা গ্রামের জনতা জুট মিলের শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান মিলের দিকে যাচ্ছিল।

এ সময় কালুখালী–ভাটিয়াপাড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেন অরক্ষিত রেলগেট পার হওয়ার মুহূর্তে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ‌তে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মারা যায়।

এরা হলেন, উপ‌জেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের সাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা ও মুসা মোল্লা। নিহত অপর জন নারী শ্রমিক একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, অরক্ষিত রেলগেট দিয়ে দ্রুতগতিতে পিকআপটি পার হওয়ার সময় ট্রেনে ধাক্কা লা‌গে। এতে পিকআপে থাকা শ্রমিকরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।তা‌দের উপ‌জেলা স্বাস্থ‌্যকে‌ন্দ্রে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত সবাই ডোবরা এলাকার জনতা জুট মিলের শ্রমিক। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন আসছে বিষয়টি না দেখে গাড়িটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category