• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দি‌লেন আ. লী‌গের পাঁচ নেতা

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

 

নতুন খবর রি‌পোর্ট

‌বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ও ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলী‌গের পাঁচ নেতা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপ‌স্থিত হ‌য়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন ক‌রে তারা নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগদান করা নেতারা হলেন, উপজেলার মাঝারাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. এসকেন মাতুব্বর, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা, দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. বছির মাতুব্বর।

তাদের সঙ্গে ক‌য়েকশ` আওয়ামী লীগের কর্মী ও সমর্থকও বিএনপিতে যোগদান করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক লীগের সহসভাপতি বছির মাতুব্বর বলেন, ‘মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজকে থেকে আমরা সবাই বিএনপিতে যোগদান করলাম।’

 

এক প্রশ্নের জবাবে পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা বলেন, কোনো ধরনের চাপের মুখে আমরা পদত্যাগ করছি না। আমার নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে এখন থেকে আমরা বিএনপি নেত্রীর শামা ওবায়েদ ইসলাম রিংকুর সঙ্গে কাজ করে যাব। আমরা ইতিমধ্যে আমাদের লিখিত পদত্যাগ সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছি।

অনুষ্ঠানে শামা ওবায়েদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, বিএনপি নেতা শাহিদুজ্জামান সাহিদ, হাবিবুর রহমান লাবলু, আনোয়ার হোসেন মিয়া, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ ও মো. ইমরান হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category