• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষ পূ‌র্তি উপল‌ক্ষে দুইদিনের পুনর্মিলনী উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

নতুন খবর রি‌পোর্ট

ঐ‌তিহ‌্যবাহী ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষ পূ‌র্তি উপল‌ক্ষে দুই দি‌নের পুনর্মিলনী উৎসব বৃহস্পতিবার (২৫ ডি‌সেম্বর) থে‌কে শুরু হ‌চ্ছে।

ওইদিন সকাল ১০টায় জাতীয় এবং উদযাপন পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, শপথবাক্য পাঠ ও ব্যানার, ফেস্টুন, ঘোড়াগাড়িসহ সুসজ্জিত আনন্দ শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ দিয়ে শুরু হবে দুইদিনের অনুষ্ঠানমালা।

পরদিন শুক্রবার রাতে র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নির্ধারিত ব্যান্ড- সংগীত শিল্পী জেমস এর পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হবে বর্ণাঢ্য এ আয়োজন।

বৃটিশ ভারতে সরকারি উদ্যোগে হাতে গোনা যে কয়টি বিদ্যালয় স্থাপন করা হয়েছে তার একটি ফরিদপুর জিলা স্কুল। আজ থেকে ১৮৫ বছর আগে ১৮৪০ সালে যাত্রা শুরু করে এ বিদ্যালয়টি। শুরু থেকেই এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে এ স্কুলটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। কালের পরিক্রমায় মর্যাদা ও গৌরবে আজো এ বিদ্যালয়টি এ অঞ্চলের একটি সেরা বিদ্যালয় হিসেবে তার স্বকীয় ভাবমূর্তি বজায় রেখেছে।

এ অনুষ্ঠান পরিচালনা করতে গঠন করা হয়েছে গৌরবময় ১৮৫ বর্ষ উদযাপন ও পুনর্মিলনী উদযাপন কমিটি। ২১ সদস্য বিশিষ্ট এ উদযাপন কমিটির আহ্বায়ক ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীম ও সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি।

এর পাশাপাশি কাজের সুবিধার ও বিভিন্ন কাজের জন্য গঠন করা হয়েছে ১৮টি উপ কমিটি।

উদযাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম বলেন, এ উৎসবের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাণের স্কুলের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরা, পাশাপাশি নতুন প্রজন্মকে তাদের অতীত ও ঐতিহ্যর পরিচয় করিয়ে দেওয়া।

সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি বলেন, আমরা আমাদের অনুষ্ঠানকে নিজেদের মত করে সাজিয়েছি। এ আয়োজনে আমরা কোন প্রধান বা বিশেষ অতিথি রাখিনি। এ বিদ্যালয়ের বাইরে কাউকে আমরা এ আয়োজনে আমন্ত্রণ জানাইনি কিংবা যুক্ত কিরিনি। আমরা জেলা স্কুলের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থীই প্রধান এবং বিশেষ অতিথি।

দুদিনের অনুষ্ঠানসূচী

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ‎

সকাল ৮াট উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়। সকাল ৯টা উদ্বোধনী অনুষ্ঠান। সকাল ১০টা বর্ণিল আনন্দ র‌্যালি। বেলা ১১টা স্কুল উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক আলোচনা। সাড়ে ১১টা স্মৃতিচারণ ও বিনোদনমূলক অনুষ্ঠান। ১টা মধ্যাহ্ন বিরতি। বিকেল ৩টা স্মৃতিচারণ ও বিনোদনমূলক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৫টা আতশবাশি উৎসব। সন্ধ্যা ৬টা স্কুলের ইতিহাস ও ঐহিত্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন এবং সাড়ে ৬টা সাংস্কৃতিক অনুষ্ঠান।

‎দ্বিতীয় দিন শুক্রবার

সকাল ৮টা মিনি ম্যারাথন। সকাল ৯টা স্কুলের বর্তমান শিক্ষার্থীদের মধ্যৌ চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা। সকাল ১০টা পিঠা উৎসব ও সংগীতানুষ্ঠান। বেলা ১১টা স্মৃতিচারণ ও বিনোদনমূলক অনুষ্ঠান। বিকেল ৩টা স্মৃতিচারণ অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৫টা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। ৬টা সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। সাড়ে ৬টা র‌্যাফেল ড্র। রাত সাড়ে ৭টা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুণর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category