নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এ সময় দুটি ভাটাকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার(৮ জানুয়ারি ) ভাঙ্গার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদরুল আলমের নেতৃত্বে পরিচালিত আদালতকে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম।
অভিযানকালে ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিধান লঙ্ঘন করায় সুফিয়া ইটভাটাকে দুই লাখ এবং এম. রহমান ইটভাটাকে এক লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওই আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদরুল আলম জানান,
হালনাগাদ লাইসেন্স ও ছাড়পত্র এবং পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় ভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।