• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়েতে বাংলাদেশী শ্রমি‌কের রহস্যজনক মৃত্যু মধুখালী‌তে পু‌লিশ সুপার বল‌লেন নি‌র্বাচ‌নে স‌হিংসতা নয় ফরিদপুরে যান জট ‌ঠেকা‌তে ইজিবাইক-অটো রিকশার রঙ বদলাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ ফরিদপুরে কোটিপতি চার প্রার্থী, আয় বেশি বিএনপির বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআ‌পের তিন শ্রমিক নিহত, আহত ৯ ফরিদপুরে আইনশৃঙ্খলা ক‌মি‌টির সভায় নির্বাচন প্রস্তুতি, ইজিবাইক নিয়ন্ত্রণ ও ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনার সিদ্ধান্ত সালথায় যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু কাল থে‌কে

ফরিদপুরে ৩৮ প্রার্থীর মধ্যে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৪ জ‌নের

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নতুন খবর রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার চার‌টি আস‌নে মোট ৩৮ জন প্রার্থী ম‌নোনয়নপত্র জমা দি‌য়ে‌ছি‌লেন।

এর মধ্যে ২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ১৪ জনের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কার‌ণে বাতিল করা হয়েছে।

র‌বিবার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল‌্যার নেতৃ‌ত্বে ফরিদপুর-১ আসনের যাচাই-বাছাই ও দ্বিতীয় দফা শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

রিটা‌র্নিং কর্মকর্তার কার্যালয়সূ‌ত্রে জানা গে‌ছে, ১ জানুয়া‌রি থে‌কে গত চার দিনে প্রতিদিন একটি করে আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ করা হয়।

সং‌শ্লিষ্টসূ‌ত্রে জানা গে‌ছে, ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী ছি‌লেন।এর মধ্যে আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই আসনে বৈধ ঘোষিত সাত প্রার্থী হলেন, জামায়া‌তে ইসলামীর ইলিয়াস হোসেন মোল্লা, বিএন‌পির খন্দকার নাসিরুল ইসলাম , জাতীয় পা‌র্টি (‌জে‌পি`র ) শাহ মো. আবু জাফর বাংলাদেশ খেলাফত মজ‌লি‌সের মুফতি শরাফত হুসাইন ,জাতীয় পা‌র্টির সুলতান আহমেদ খান, বাংলা‌দেশ কং‌গ্রেসের মুহাম্মদ খালিদ নাছির এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান। অন্যদিকে, হাসিবুর রহমান অপু ঠাকুর ও লায়লা আরজুমান বানুসহ মোট আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন,বিএনপির শামা ওবায়েদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ মো. জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আকরাম আলী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নুল আবেদীন বকুল মিয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. নাজমুল হাসান এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আকরামুজ্জামান।

অন্যদিকে ফরিদপুর-৩ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হলেন স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ। বাকি পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

 

ফরিদপুর-৩ (‌সদর) আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন,বিএনপির নায়েব ইউসুফ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবদুত তাওয়াব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম ছরোয়ার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আরিফা আক্তার বেবী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. রফিকুজ্জামান মিয়া।

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে শনিবার যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএন‌পির মো. শহিদুল ইসলাম বাবুল ,জামায়া‌তে ইসলামীর মো. সরোয়ার হোসাইন ,বাংলা‌দে‌শের ক‌মিউ‌নিস্ট পা‌র্টির আতাউর রহমান কালু (সিপিবি), জাতীয় পা‌র্টির রায়হান জামিল এবং বাংলাদেশ ইসলামী আ‌ন্দোল‌নের মো. ইসহাক চোকদার ।

এ আসনে খেলাফত মজ‌লি‌সের মিজানুর রহমান, গণ অ‌ধিকার প‌রিষ‌দের তাসলিম মাতুব্বরসহ তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ফ‌রিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, জেলার চারটি আসনে দাখিলকৃত ৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ২৪টি বৈধ এবং ১৪টি বাতিল করা হয়েছে।

এ ব‌্যাপা‌রে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল‌্যা জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category