নতুন খবর রিপোর্ট
ফরিদপুরে অটোরিকশা ছিনতাই ও চালক ফারুক তালুকদারকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী মো. শামীম ওরফে ভাগ্নে শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
শনিবার(৩ জানুয়ারি ) দুপুর ১২টার দিকে র্যাবের একটি দল ফরিদপুর শহরের জনতা ব্যাঙ্ক মোড় এলাকায় অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করে।
র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম শামীমের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে জানা গেছে, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিকশা চালক ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে আসামীরা। পরে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায় তারা। ওই রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়।
পরদিন নিহতের ভাই মো. হান্নান তালুকদার বাদি হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) গত বছরের রায় ঘোষণা করেন।
রায়ে আসামী মো. শামীমকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর থেকে আসামী পলাতক থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
র্যাব জানায়,গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।