নতুন খবর রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টি( এনসিপি ),
ফরিদপুর জেলা শাখার সদস্য সৈয়দা নীলিমা দোলা দলীয় সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর ) আসনে এনসিপি ঘোষিত প্রাথমিক তালিকায় দলের প্রার্থী ছিলেন।
পরে জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোট হলে তিনি বাদ পড়েন।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।
পদত্যাগপত্রে সৈয়দা নীলিমা দোলা উল্লেখ করেন, এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার পেছনে তাঁর প্রত্যাশা ছিল,জুলাই গণঅভ্যুত্থানের পর দলটি একটি মধ্যপন্থী ও সংস্কারমুখী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। তবে সাম্প্রতিক সময়ে দলটির একাধিক সিদ্ধান্ত তাঁকে হতাশ করেছে। তাঁর ভাষায়, “এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ সৃষ্টি সম্ভব নয়। দলটি পুরোপুরি ডানপন্থী ঘরানায় ঢুকে পড়ছে।”
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে এনসিপির যে নির্বাচনকেন্দ্রিক জোট, সেটি কোনো কৌশলগত জোট নয় বরং নেতাকর্মীদের সঙ্গে প্রতারণার ফল। মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে অনেককে বিভ্রান্ত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
পদত্যাগ প্রসঙ্গে দলের ভেতরে প্রচলিত ‘ক্ষমতা বা গুরুত্ব না পেয়ে চলে যাওয়া’র অভিযোগও নাকচ করেন সৈয়দা নীলিমা দোলা। তিনি বলেন, “আমাকে কেউ কোনো ক্ষমতা দেয়নি। বরং আমার প্রগতিশীল মানসিকতা ও ব্যক্তিগত ক্যারিয়ারের পরিচয়ই এতদিন এনসিপিকে শক্তি জুগিয়েছে।”