নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরণের সহিংসতা বরদাশত করা হবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) ফরিদপুরের মধুখালী উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মধুখালী উপজেলার কামারখালী ও ডুমাইন ইউনিয়নের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের কার্যক্রম চালানো হচ্ছে।
এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালীর ইউএনও রওশনা জাহান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম, মধুখালী সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আজম খান প্রমুখ।