নতুন খবর রিপোর্ট
ফরিদপুর শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে ফরিদপুর পৌরসভা।
আগামী ৩১ জানুয়ারির মধ্যে পৌর এলাকায় চলাচলকারী নিবন্ধিত ইজিবাইক ও অটোরিকশাকে হলুদ রঙে রূপান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রঙ পরিবর্তন করা না হলে ১ ফেব্রুয়ারি থেকে
পৌর এলাকায় ওই যানবাহনগুলো চলাচল করতে পারবে না।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, পৌর এলাকায় নিবন্ধিত ইজিবাইক ও অটোরিকশা সহজে শনাক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে শহরের বাইরে থেকে আসা যানবাহনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,ফরিদপুর শহরে প্রতিদিন কয়েক হাজার ইজিবাইক ও অটোরিকশা চলাচল করে।
এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ অনিবন্ধিত এবং বিভিন্ন উপজেলা থেকে এসে শহরের যানজট বাড়িয়ে তোলে।
তিনি বলেন, রঙ পরিবর্তনের মাধ্যমে নিবন্ধিত ও অনিবন্ধিত যানবাহন শনাক্ত করে ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের শৃঙ্খলা ফিরবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও বাড়বে।