নতুন খবর রিপোর্ট
শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদীর উরস শরীফ কাল শনিবার(১০ জানুয়ারি ) থেকে শুরু হচ্ছে।
জেলার সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে এ উরস চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।
এই উপলক্ষে শুক্রবার(৯ জানুয়ারি ) দুপুরে দরবার শরীফের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মো. কামরুল হুদা, কর্মী গ্রুপের কবিরুল ইসলাম সিদ্দিকী, শেখ রাশেদ , হামিদুর রহমান, শহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
বিশ্ব জাকের মঞ্জিলের ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, উরশ শরীফে আশেকান ও জাকেরানরা দরবার শরীফে ফরজ, সুন্নত ও নফল এবাদত বন্দেগীতে রত থেকে, দয়াল নবী রাসুলে করিম (সাঃ), তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রাঃ), খাজা এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ) সহ সকল নবী-রাসুল গণ, ওলী-আউলিয়াগণের পাক আত্মা সহসকল ইন্তেকাল প্রাপ্ত মুমিন-মুসলমানদের আত্মায় সওয়াব রেসানী করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ করে সকল প্রকার বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে মোনাজাত করা হবে।