নতুন খবর রিপোর্ট
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামে গ্রাম্য বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাইফুল সরদার ওরফে সাইফেল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় ইসমাইল মোল্লা নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
এছাড়া হামলার সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত একটার দিকে।
স্থানীয়রা জানান, ওই গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে গভীর রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় আহত ইসমাইল মোল্লাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এ ব্যাপারে মধুখালী সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আজম খান বলেন, পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন ।