নতুন খবর রিপোর্ট
উৎসাহ-উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনদিনের পুনর্মিলনী উৎসব বৃহস্পতিবার শুরু হয়েছে।
কাল শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
সকালে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফের বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
উৎসবের সূচনা হয় পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে।
এরপর সমাবেশ ও জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়।
উৎসব কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক প্রীতিলতা সরকার এবং উৎসব কমিটির সদস্য সচিব ওয়াহিদ মিয়া কুটি প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদপুর জিলা স্কুল এ অঞ্চলের শিক্ষা প্রসারে বাতিঘরের কাজ করেছে।এখান থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য গুণিজন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এ দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতি চারণ, আতশবাজি পোড়ানো।