নতুন খবর রিপোর্ট
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দীর্ঘদিন ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত সেই রায়হান জামিল।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টির ঢাকার উত্তরার দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা ও দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে জাতীয় পার্টি দলীয় মনোনয়ন দিয়েছে।
রায়হান জামিল বেশ কিছুদিন ধরে এলাকায়
স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালালেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে রায়হান জামিল বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমি জাতীয় পার্টির প্রার্থী হয়েছি। জনগণের আস্থাই আমার শক্তি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেব।