
নতুন খবর রিপোর্ট
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মনোনয়ন পেয়েছেন শাহ মো. আবু জাফর।
এর আগে তিনি ওই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক সংবাদ সম্মেলনে ১১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন জাতীয় পার্টির (একাংশ) এর নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।
এ সময় ফরিদপুর-১ আসনের প্রার্থী হিসেবে শাহ জাফরের নাম ঘোষণা করা হয়।
শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি এবং সর্বশেষ ২০০৫ সালে উপনির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত বিএনএম (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন) যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন।
এবার তিনি জাতীয় পার্টি ও জেপির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনী যুদ্ধে অংশ নিচ্ছেন।
মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমাকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন দিয়েছে। আমি সারাজীবন ওই নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আমৃত্যু তাঁদের সেবা করে যেতে চাই।
প্রসঙ্গত, ফরিদপুর-১ আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
গত আটটি নির্বাচনের মধ্যে সাতবারই এ আসনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে। শুধু ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের বিতর্কিত নির্বাচনে বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন।
ওই নির্বাচন আওয়ামীলীগ বর্জন করেছিল।